স্থানীয় সূত্রে জানা যায়,দুপুরে বাঘাইহাট থেকে মাচালং এর উদ্দেশ্যে একটি চাঁদের গাড়ি (জিপ গাড়ি) ২নং কালভার্ট এলাকায় পৌঁছালে বিপরীত থেকে আসা বেপরোয়া গতির একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা দু’জনই গুরুতর আহত হন। ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে প্রথমে দীঘিনালা স্বাস্থ্য-কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে অবস্থার অবনতি হলে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরান চাকমার মৃত্যু হয়।
সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল আনোয়ার জানান, জীপ ও মোটরসাইকেল পুলিশের হেফাজতে রয়েছে।