সাজেকে রিসোর্ট, রেস্তোরাঁ ও বসতঘর পুড়ে ছাই

purabi burmese market

রাঙ্গামাটির সাজেক পর্যটন কে‌ন্দ্রে আগুনে পু‌ড়ে তিনটি রিসোর্ট, একটি রেস্তোরাঁ ও একটি বসতঘর পুড়ে ছাই হ‌য়ে গেছে।

বুধবার (১ ডিসেম্বর) মধ্যরাত সাড়ে তিনটায় এই ঘটনা ঘটে।

সেনাবাহিনী ও স্থানীয়দের সহযোগিতায় দীঘিনালা ফায়ার সার্ভিস ইউনিট দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

‘স্থানীয়রা জা‌নি‌য়ে‌ছেন, সাজেকে বুধবার মধ্য রাত সাড়ে তিনটার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অবকাশ রিসোর্টের নিচতলা থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে তিনটি রিসোর্ট, একটি রেস্তোরাঁ ও একটি বসত ঘর পুড়ে ছাই হয়ে যায়।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল হক বলেন, আগুনে তিনটি রিসোর্ট, একটি রেস্টুরেন্ট ও একটি বসতঘর পুড়ে গেছে। ক্ষয়ক্ষ‌তির প‌রিমান জানা যায়‌নি।

dhaka tribune ad2
আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।