সাজেকে সড়ক দুর্ঘটনায় পর্যটক নিহত

খাগড়াছড়ির দীঘিনালা-সাজেক সড়কের ৮ নাম্বার মধ্যপাড়া নামক স্থানে জীপগাড়ি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক পর্যটক নিহত হয়েছে। আজ শুক্রবার (২৩ ডিসেম্বর) বেলা ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, নিহত মোটরসাইকেল চালক তানভির (২৭) চট্টগ্রামের পাহাড়তলীর বাসিন্দা।

NewsDetails_03

স্থানীয়রা জানান, সকালে সাজেক থেকে ফেরা একটি মোটর সাইকেল তার বিপরীত পাশ দিয়ে আসা জীপগাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। পরে পুলিশ ও স্থানীয়রা মোটরসাইকেল চালককে উদ্ধার করে দীঘিনালা হাসপাতালে পাঠান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সাজেক থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুল হক জানান, আমরা দুর্ঘটনার সংবাদ পেয়ে মোটরসাইকেল চালক ছেলেটিকে উদ্ধার করে দীঘিনালা হাসপাতালে পাঠাই। সেখানে কিছুক্ষণ আগে তার মৃত্যু হয়েছে বলে জানতে পারি। পরবর্তীতে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবে বলেও জানান তিনি।

আরও পড়ুন