রাঙামাটির সাজেকে ট্রাক চাপায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। দীঘিনালা-সাজেক সড়কের মাচালং আট মাইল এলাকায় এ ঘটনায় ঘটে। নিহতের নাম ধনমনি চাকমা (৩০)।
স্থানীয়রা জানান, আজ শুক্রবার সকাল ৯ টার দিকে সাজেক থেকে আসা সড়ক নির্মাণ কাজে নিয়োজিত চট্রমেট্রো -ট-১১৯৮১১ ট্রাকটি মোটরসাইকেল প্লাটিনা খাগড়াছড়ি হ-১১৩৫৩৬ কে চাপা দেয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেল চালক নিহত হয়।
সাজেক থানার ওসি নুরুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত ধনমনি চাকমা সাজকের ৬ নং ওয়ার্ডের ব্রীজ পাড়া এলাকার শান্তি রঞ্জন চাকমার ছেলে। দূর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে যায়। পুলিশ ও সেনাবাহিনী ট্রাকটি আটক করেছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনী পদক্ষেপ গ্রহণ করা হবে।
স্থানীয়রা জানান, গত কিছু দিন যাবৎ প্রায়শই সাজেক সড়কে দূর্ঘটনা বৃদ্ধি পেয়েছে। গত এক সাপ্তাহে ছোট বড় ৪ টি দুর্ঘটনা ঘটেছে। ঘটে এতে প্রায় ২০ জন পর্যটক আহত হয়।