রাঙামাটির জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেকে হাম রোগে মৃতের সংখ্যা বেড়ে গিয়ে এখন ৮ এ গিয়ে দাঁড়িয়েছে। পাল্লা দিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। এ পর্যন্ত অাক্রান্ত হয়েছে ১২৩ জন। মঙ্গলবার রাতে খিয়াংতি ত্রিপুরা নামে আরো এক শিশুর মৃত্যু হয়। এ নিয়ে গত ২০ দিনে ৮ শিশুর মৃত্যু হয়েছে। শিশু মৃত্যুর ঘটনায় স্থানীয়দের মাঝে আতংক বিরাজ করছে।
স্থানীয় সুত্রে জানা গেছে, সাজেকের অরুন পাড়া, লাংকাটান পাড়া ও হাইচ্যাপাড়া এলাকায় গত ২০ দিনে আট শিশুর মৃত্যু হয়েছে। করোনায় উদ্বিগ্ন এসব গ্রামের ওপর ভর হওয়া হাম রোগে স্থানীয়দের মাঝে বিরাজ করছে থমথমে পরিস্থিতি। সর্বশেষ ২২ ও ২৩ মার্চ দুজন শিশুর মৃত্যু ঘটে। স্বাস্থ্য বিভাগ সুত্রে জানা গেছে, হাম রোগে গত ২০ দিনে ৮ শিশুর মৃত্যু হয়েছে। অাক্রান্ত হয়েছে ১২৩ জন শিশু। পরিস্থিতি উত্তরণে কাজ করছে একাধিক মেডিকেল টিম।
সিভিল সার্জন বিপাশ খীসা বলেছেন, অাক্রান্ত শিশুদের চিকিৎসা সেবায় স্বাস্থ্য বিভাগের টিম ছাড়াও সেনাকাহিনী, বিজিবির মেডিকেল টিম কাজ করছে। এছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি প্রতিনিধি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, আশংকাজনক শিশুদের উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনে হেলিকপ্টার ব্যবহার করা হবে।
জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ বলেন, সাজেকের আক্রান্তদের জন্য আমরা উপজেলা প্রশাসনের মাধ্যমে পরিস্থিতি মোকাবিলায় পুষ্টিকর খাদ্য সরবরাহের ব্যবস্থা করেছি। আরও সহায়তা সেখানে পৌঁছানোর লক্ষ্যে কাজ করছে প্রশাসন।’
এদিকে সাজেকের দুগর্ম ৩টি গ্রামে হাম রোগে শিশু মৃত্যুর ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান হাবিব জিতুকে অাহবায়ক করে তিন সদস্যের একটি তদন্ত টিম গঠন করা হয়েছে।