বাংলাদেশের পর্যটন খাতে সাজেকের গুরুত্বকে মাথায় রেখে পর্যটকসহ স্থানীয়রা যাতে দ্রুততম সময়ে চিকিৎসা সেবা পেতে পারে তার জন্য সাজেকে ১০ বেড বিশিষ্ট হাসপাতাল করার উদ্যোগ নেয়া হচ্ছে।
আজ শনিবার (২৭ ফেব্রুয়ারি) রাঙামাটি শহরের কাঠালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করতে গিয়ে খাদ্য মন্ত্রণালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি এ কথা বলেন।
দীপংকর তালুকদার বলেন, সাজেকে প্রায় দুর্ঘটনার শিকার হন পর্যটকরা। এছাড়া ওই এলাকা দুর্গম হওয়ায় স্থানীয়রা চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। তাই সরকার এসব বিষয় মাথায় রেখে সাজেকে ১০ বেড বিশিষ্ট হাসপাতাল করার উদ্যোগ নিচ্ছে। খুব শীঘ্রই এর কাজ শুরু হবে।
তিনি বলেন, পার্বত্যাঞ্চলে শিক্ষা প্রসারে সরকার সবসময় আন্তরিক। এজন্য এ অঞ্চলের শিক্ষাখাতের সমতলের চেয়ে অতিরিক্ত বরাদ্দ দিয়ে থাকে। কিন্তু স্থানীয় আঞ্চলিক সংগঠন জেএসএস নেতৃবৃন্দরা চায় না পাহাড়ের মানুষ শিক্ষিত হোক, আধুনিক হোক। এজন্য তারা শুরু থেকে শিক্ষার প্রসার, উন্নয়ন কর্মকান্ডে বাঁধা প্রদান করে আসছে।
উদ্বোধনী অনুষ্ঠানে রাঙামাটি জেলা পরিষদ সদস্য প্রিয়নন্দ চাকমা, এলজিইডি’র সহকারী প্রকৌশলী রনি সাহা, রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, সাধারন সম্পাদক আনোয়ার আল হক, রাঙামাটি পৌরসভার প্যানেল মেয়র মোঃ জামাল উদ্দিন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউল আলম সহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গতঃ রাঙামাটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর অর্থায়নে ৬১ লক্ষ টাকা ব্যয়ে এ ভবন নির্মাণ করা হয়েছে।