শনিবার সরেজমিনে গিয়ে দেখা যায়, সাজেক যাওয়ার রাস্তায় দূর্ঘটনা প্রবণ এলাকা মাসালং হতে সাজেক পর্যন্ত ১৮ কি.মি রাস্তায় দূর্ঘটনা প্রতিরোধে ২০-২৫ জন সেনাবাহিনী ও এলাকাবাসী যৌথভাবে স্বেচ্ছাশ্রমে রাস্তার দুই পার্শ্বের আচ্ছাদিত ঘন জংগল পরিষ্কার করছেন।
বাঘাইহাট জোন অধিনায়ক লে: কর্ণেল আজম জানান, সাজেক-বাঘাইহাট সড়কের দুই দুই পার্শ্বে অনেক বাঁক ও প্রচুর জংগল এবং রিজার্ভ ফরেষ্ট থাকায় গাড়ী চালকের দৃষ্টিসীমা প্রায়শঃই সীমিত থাকে। এছাড়ও সাজেক সড়কের রাস্তার দুই পার্শ্বে বসতবাড়ী ও দোকানপাট থাকায় অনেক সময় বৃদ্ধলোক ও ছোট শিশুরা অসর্তকতার কারণে রাস্তার উপর চলে আসে এবং দূর্ঘটনার শিকার হয়। পর্যটকবাহী চাঁদের গাড়ী(জীপ), মাইক্রোবাস ও মোটরসাইকেল প্রায় ক্ষেত্রেই দূর্ঘটনায় পতিত হচ্ছে। বিগত ২০১৭ সালে এই দূর্ঘটনার সংখ্যা ছিল ৮৮ টি।