সাধনাটিলা বনবিহারে বৌদ্ধরত্ন উপাধিপ্রাপ্ত নন্দপাল মহাস্থবিরকে সংবর্ধনা

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বাবুছড়া সাধনা টিলা বনবিহারের উদ্যোগে একমাসব্যাপী আকাশ প্রদীপ প্রজ্জ্বলনের সমাপনী অনুষ্ঠান উপলক্ষে বৌদ্ধরত্ন উপাধিপ্রাপ্ত পরম পূজ্য নন্দপাল মহাস্থবির’র বর্ষাবাসের সুবর্ণজয়ন্তী (৫০তম বর্ষাপূর্তি) উপলক্ষে বিশেষ সংবর্ধনা ও বুদ্ধমূর্তি দান, অষ্টপরিষ্কার দান, চূরাশী হাজার প্রদীপ প্রজ্জ্বল, ফানুস উত্তোলনসহ নানাবিধ দানানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

NewsDetails_03

আজ শুক্রবার (১৬ডিসেম্বর) দিনব্যাপী সাধনাটিলা বনবিহারে নানান আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাধনা টিলা বনবিহারের অধ্যক্ষ বুদ্ধ বংশ মহাস্থবির ভান্তে। বৌদ্ধ ধর্মালম্বী নর-নারীরা দেশ ও জাতি তথা সকলের হিতসুখ মঙ্গল কামনা বৌদ্ধ ভিক্ষুদের বুদ্ধ মুর্তি দান, সংঘদান, অষ্ট পরিস্কার দান স্বধর্ম শ্রবণ করেন। 

এ সময় উপস্থিত ছিলেন, সাবেক শিক্ষা অফিসার সাধন কুমার চাকমা, খাগড়াছড়ি সরকারী উচ্চ বিদ্যালয়ের অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক শ্রীলা তালুকদার, খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ত্রিনা চাকমা, সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরী প্রমুখ। এ এছাড়াও অনুষ্ঠানে শত শত বৌদ্ধ ভিক্ষুসহ কয়েক বৌদ্ধ ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন