সাপছড়ি ও রাইখালীর বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান উৎসব সম্পন্ন
রাঙামাটির কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের সাপছড়ি বৌদ্ধ বিহার এবং রাইখালী ইউনিয়নের নারানগিরি এলাকার ঐতিহ্যবাহী রায় সাহেব বৌদ্ধ বিহারে গত শুক্রবার দানোত্তম শুভ কঠিন চীবর দান উৎসব সম্পন্ন হয়েছে। বিহার প্রাঙ্গনে অনুষ্ঠিত উক্ত চীবর দান অনুষ্ঠানে দুরদুরান্ত থেকে আগত দায়ক-দায়িকারা অংশ নিয়েছে।
রাইখালী রায়সাহেবের বৌদ্ধ বিহারে বাঙ্গালহালিয়া হেডম্যান পাড়া বৌদ্ধ বিহার এর অধ্যক্ষ নন্দবংশ মহাথের এর সভাপতিত্বে এইসময় প্রধান ধর্মদেশনা প্রদান করেন মইদং পাড়া বৌদ্ধ বিহার এর অধ্যক্ষ পঞ্চঞাসিরি মহাথের।
এইসময় রাইখালী রায় সাহেবের বৌদ্ধবিহারের অধ্যক্ষ প্রজ্ঞাদীপ ভিক্ষুর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাইখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মংক্য মারমা। স্বাগত বক্তব্য রাখেন,৩২১ নং রাইখালী মৌজার হেডম্যান উসুয়ে সুয়ে চৌধুরী মিশুক।
অপরদিকে সাপছড়ি বৌদ্ধ বিহারে দানোত্তম শুভ কঠিন চীবর দান, সীমাঘর উৎসর্গ ও ৫ম অধ্যক্ষের দায়িত্ব হস্তান্তর এবং আজীবন প্রধান উপদেষ্টা বরণ অনুষ্ঠান বিহার প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
কাপ্তাই দেবতাছড়ি মহাজন পাড়া স্বধর্মজ্যোতি বৌদ্ধ বিহারের বিহার অধ্যক্ষ ভদন্ত উঃ ক্ষেমিন্দা মহাথেরো এর সভাপতিত্বে এইসময় প্রধান ধর্ম দেশনা প্রদান করেন ওয়াগগা জনকল্যাণ বৌদ্ধ বিহারের বিহার অধ্যক্ষ ভদন্ত সুমেধানন্দ মহাথেরো। এইসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরী, সাবেক জেলা পরিষদ সান্ত্বনা চাকমা, ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চিরনজীত তনচংগ্য। অনুষ্ঠানে বিভিন্ন বিহার থেকে আগত বিহার অধ্যক্ষ ও শত শত দায়ক দায়িকা উপস্থিত ছিলেন।