সাবেক মন্ত্রী তাজুল ইসলাম ও তার স্ত্রীর দখলীয় জমি ফেরত পেতে বান্দরবানে মানববন্ধন

NewsDetails_01

বান্দরবানে সাবেক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজআিরড) মন্ত্রী মো. তাজুল ইসলামরে তাজুল ইসলাম ও তার স্ত্রী ফৌজিয়া ইসলামের বিরুদ্ধে মানববন্ধন করেছে স্থানীয়রা। অসহায় পরিবারের জায়গা, চলাচলের রাস্তা জোর পূর্বক দখলের প্রতিবাদে এবং দখলীয় জায়গা পুনরুদ্ধার করে দোষী ব্যাক্তির বিরুদ্ধে শাস্তির দাবিতে তাদের এ মানববন্ধন। লামা উপজেলার সরইয়ের দেরাজ মিয়া পাড়া, ফুইট্টা ঝিরি, টংগঝিরি, পূর্গা খোলা এলাকার ভুক্তভোগীরা এতে অংশ নেন।

বুধবার (৪সেপ্টেম্বর) সকালে বান্দরবান প্রেস ক্লাবের সামনে প্রায় শতাধিক পাহাড়ী বাঙ্গালী নারী পুরুষরা এ মানববন্ধন করে।

NewsDetails_03

মানববন্ধনে আসা লামা উপজেলার সরই ইউনিয়নের বাসিন্দা রুমিনা আক্তার বলেন, আমরা বাসায় থাকতে পারছি না। শুধু হুমকি দেয়। আমাদের বাঁশ গাছ সব নিয়ে গেছে। আমরা এর বিচার চাই।

লামা উপজেলার সরই ইউনিয়নের ফুইট্টা ঝিরির বাসিন্দা ইসমাই বলেন, গতকাল একটার দিকে কিছু লোক দা নিয়ে আসে ঘরবাড়ি ভাঙচুর করে। এবং ওইখানে আর যেন না থাকি সেই হুমকি দিয়ে তারা চলে যায়। তাজুল ইসলামের লোকজন অনেক বছর যাবত আমাদের উপর নির্যাতন করছে। আমরা তাদের বিচার চাই । আমরা আমাদের জমিতে বসবাস করতে চাই।

মানববন্ধনে বক্তারা আরো বলেন, , সাবেক মন্ত্রী তাজুল ইসলাম, তার স্ত্রী ও স্বজন শাহ আলম মুকুল লামার সরইয়ের দেরাজ মিয়া পাড়ায় ভূয়া কাগজ সৃষ্টির মাধ্যমে এসব অসহায় পরিবারের প্রায় ৫শ একরেরও বেশি জমি বেদখল করেছেন। তাই অতিসত্তর এসব জায়গা উদ্ধার করে অসহায় পরিবারকে ফিরিয়ে দিয়ে দোষীদের শাস্তির দাবি জানান তারা।

আরও পড়ুন