সাড়ে ৩ কোটি টাকার আফিমসহ আটক বান্দরবানের সুমন তংচঙ্গ্যা

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানীহাট-বান্দরবান সড়ক থেকে সাড়ে তিন কোটি টাকা মূল্যের আফিমসহ সুমন তংচঙ্গ্যা (২৮) নামের এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-৭।

সে বান্দরবান সদর উপজেলার বাকিছড়া এলাকার প্রভাত তংচঙ্গ্যার ছেলে। আজ সোমবার (২৯ আগস্ট) দুপুরে র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার এতথ্য জানান।

NewsDetails_03

নুরুল আবছার জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২৮ আগস্ট) বিকেলে অভিযান চালিয়ে সুমন তংচঙ্গ্যাকে আটক করা হয়। এসময় তার কাছে থাকা প্লাষ্টিকের ব্যাগের ভেতর কালো পলিথিনে মোড়ানো ৩ কেজি ৫৮০ গ্রাম আফিম জব্দ করা হয়।

সুমন তংচঙ্গ্যা অর্থ সংগ্রহের জন্য সে দীর্ঘদিন যাবৎ দূর্গম পাহাড়ি অঞ্চল হতে মাদক দ্রব্য (আফিম) সংগ্রহ করে পরবর্তীতে তা দেশের বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ী এবং মাদকসেবীদের কাছে বিক্রি করে আসছে। আটককৃতকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন