সিআরবিতে হাসপাতাল নির্মাণের প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন

শতবর্ষী গাছ কেটে চট্টগ্রামের সিআরবিতে হাসপাতাল নির্মাণের প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন করেছে ইয়ুথনেট ক্লাইমেট জাস্টিস বান্দরবান।

আজ ১৯ জুলাই সোমবার সকালে বান্দরবান প্রেস ক্লাব সংলগ্ন মুক্তমঞ্চ প্রাঙ্গণে ইয়ুথ নেট বান্দরবান শাখার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

NewsDetails_03

ইয়ুথ টিমের সকল সদস্যদের উপস্থিতিতে মানববন্ধনে তারা বলেন সিআরবির প্রাণ প্রকৃতির নৈসর্গিক পরিবেশ রক্ষা হোক। হাসপাতাল হোক, তবে সিআরবিতে নয়; অন্য কোন স্থানে।

উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন, ইয়ুথনেট টিম বান্দরবানের সমন্বয়কারী সৈয়দ জিসান মাশরুর, মহিলা সমন্বয়কারী মানসুরা আকতার ইতি, সিনিয়র মেম্বার কামররুল হাসান ফাহিম, পারবেজ আদনান, নিলয় দাস, পিয়াল বড়ুুয়া’সহ অন্যন্যা সদস্যা বৃন্দ।

মানববন্ধনে জিসান মাশরুর বলেন, হাসপাতাল সবার জন্য মঙ্গলজনক কিন্তু অন্য কোন স্থানে হাসপাতাল নির্মাণ করা হোক যাতে এই শতবর্ষী গাছ গুলো বিলীন হয়ে না যায়। সি.আর.বি রক্ষায় দল-মত-নির্বিশেষে সবাই এগিয়ে আসার আহবান জানান তারা।

আরও পড়ুন