সিএনজি মাহিন্দ্রা অটোটেক্সি সমিতির নতুন সভাপতি মাসুম

NewsDetails_01

বান্দরবানে সিএনজি, মাহিন্দ্রা ও অটোটেক্সি সমিতির নতুন সভাপতি নির্বাচিত হয়েছে। গত সোমবার সন্ধ্যায় ট্রাফিক মোড় সংলগ্ন সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত সকলের সম্মতিক্রমে সমিতির সভাপতি হিসেবে জহির উদ্দীন মাসুমকে নির্বাচিত করা হয়। এসময় বৈঠকে উপস্থিত ছিলেন সিএনজি মাহিন্দ্র মালিক ও শ্রমিক সংগঠনের নেতারা।

বৈঠকে সমিতির নেতারা বলেন, সিএনজি মাহিদ্র সমিতি পুরনো একটি সংগঠন পরিবহন জগতে এর একটি সুনাম রয়েছে, তাই সংগঠনের সুনাম ধরে রাখার স্বার্থে এবং সমিতির উন্নয়নের স্বার্থে যোগ্য একজন মানুষকে সভাপতি নির্বাচিত করা হয়েছে। এরফলে সিএনজি মাহিন্দ্র চালকদের মধ্যে শৃঙ্খলা ফিরবে। এবং নতুন সভাপতি দীর্ঘদিন ধরে পরিবহন শ্রমিকদের উন্নয়নের স্বার্থে ব্যক্তিগত ভাবে কাজ করে আসছে তাই সভাপতির দায়িত্ব পাওয়ায় তিনি মালিক শ্রমিকদের স্বার্থ রক্ষায় আরো বেশী কাজ করার সুযোগ পাবেন।

NewsDetails_03

এবিষয়ে নবনির্বাচিত সভাপতি জহির উদ্দীন মাসুম বলেন, সমিতির সদস্যরা তাদের ভালবাসা এবং বিশ্বাস থেকে আমাকে এ দায়িত্ব দিয়েছেন তাই আমি চেষ্টা করবো তাদের বিশ্বাসের মর্যাদা দিতে। আর আমি নিজেও একজন শ্রমিক, তাই আমি শ্রমিক মালিকদের মনের ভাষা বুঝি। আমি চেষ্টা করবো যাতে সুন্দর সুশৃঙ্খল ভাবে যাতে সবার মধ্যে সৌহার্দ্য রেখে এ সমিতির সবাইকে নিয়ে মিলেমিশে সুন্দর করে থাকা যায় সেরকম একটা পরিবেশ সৃষ্টি করবো।

উল্লেখ্য, এর আগে সিএনজি মাহিন্দ্র সমিতির সভাপতি ছিলেন সাবেক পৌর মেয়র সামছুল ইসলাম। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হওয়ার পর সমিতির দায়িত্ব ছেড়ে দেন শামসুল ইসলাম।

আরও পড়ুন