সিরাজগঞ্জে ১৩ পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা

NewsDetails_01

সিরাজগঞ্জে ১৩ পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করেছেন আন্দোলনকারীরা। আজ রোববার এক দফা দাবিতে আন্দোলনকারীরা সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় ঢুকে তাদের পিটিয়ে হত্যা করে।

সিরাজগঞ্জের এসপি আরিফুর রহমান মণ্ডল ও রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি বিজয় বসাক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, কমপক্ষে ১৩ জনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আমরা বিস্তারিত খোঁজ নেওয়ার চেষ্টা করছি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে গতকাল শনিবার সরকারের পদত্যাগের এক দফা দাবিতে আজ রোববার সকাল থেকে অসহযোগ কর্মসূচি পালন করা হয়।

NewsDetails_03

একদফা দাবিতে অসহযোগ আন্দোলন ঘিরে দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ চলছে। রাজধানীসহ দেশের গুরুত্বপূর্ণ স্থানগুলোয় বিক্ষোভ ও সমাবেশ করছেন আন্দোলনকারীরা।

পাল্টা কর্মসূচিতে মাঠে নেমেছে আওয়ামী লীগ এবং তার অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো। বিভিন্ন স্থানে সংঘর্ষে পুলিশসহ এখন পর্যন্ত ৫৫ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত হওয়া গেছে।

এদিকে রোববার সন্ধ্যা ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ ঘোষণা করেছে সরকার। এ ছাড়া আগামী সোম, মঙ্গল ও বুধবার সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। আর আন্দোলনকারীরা ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি ৬ আগস্টের পরিবর্তে আগামীকাল সোমবার (৫ আগস্ট) এগিয়ে এনেছে।

আরও পড়ুন