বাংলাদেশ-ভারত সীমান্তে নাগরিক হত্যার প্রতিবাদে বান্দরবান জেলা বিএনপির নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ ও কালো মাস্ক বিতরণ করেছে।
আজ সোমবার (২১ ডিসেম্বর) সকালে শহরের জেলা বিএনপির অস্থায়ী কার্যালয় জজ কোর্ট এলাকা থেকে শুরু করে বাজার মসজিদ পর্যন্ত পথচারীদের কালো মাস্ক ও কালো ব্যাচ পড়িয়ে দিয়ে সীমান্ত হত্যার প্রতিবাদ জানান জেলা বিএনপি নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির সভাপতি মাম্যাচিং, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদ রেজা, জেলা বিএনপির সাংগঠনিক জসিম উদ্দীন, বান্দরবান পৌর বিএনপির সভাপতি নুরুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জামানসহ জেলা,পৌরসভা,উপজেলা ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।