বুধবার বিকালে বান্দরবান কেন্দ্রীয় মহাশ্মশানে তার শেষকৃত্য অনুষ্ঠান সম্পন্ন হয় ।

শেষকৃত্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাশ, জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মোঃ কামরুজ্জামান, পৌর আওয়ামীলীগের সভাপতি অমল কান্তি দাশ, ৬নং ওয়ার্ড পৌর কাউন্সিলর সৌরভ দাশ শেখর, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের (অবসর প্রাপ্ত) যুগ্ন সচিব অজিত কান্তি দাশ, ইয়ং ওয়ান চট্টগ্রামের চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন ডাঃ কংক দাশ, পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবীর সহধর্মিনী কামরুন নেছা খানম বেবী, জেলা শ্রমিকলীগের সভাপতি মোঃ মুছা কোম্পানীম সহ সভাপতি রফিকুল ইসলাম ।
প্রসঙ্গত, সুনীলেন্দু দাশ গুপ্ত ধবার সকাল ৮:৩০ ঘটিকায় বার্ধক্য জনিত কারনে চট্টগ্রামের পাঁচলাইশস্থ নিরাময় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ । মৃত্যু কালে তিনি স্ত্রীসহ ৫ পুত্র সন্তান ও ২ কন্যা সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।