সুষ্ঠু নির্বাচন হলে আমিই জিতব : রাঙামাটির বিএন‌পি প্রার্থী মামুন

NewsDetails_01

‌রাঙামাটিতে ধানের শীষের ব্যাপক জন‌প্রিয়তা আছে উ‌ল্লেখ করে রাঙামা‌টি পৌরসভা নির্বাচনে বিএন‌পি প্রার্থী অ্যাড.মামুনুর র‌শিদ মামুন বলেছেন, য‌দি সুষ্ঠু নির্বাচন হয়, য‌দি ভোটাররা বাধাহীন ভোট দিতে পারে, ইনশা আল্লাহ আমিই জিতব। এজন্য তি‌নি পৌরসভার ১৮টি ঝু‌কিপুর্ন কে‌ন্দ্রের প্র‌তি‌টিতে সেনা মোতায়েনের দা‌বি জা‌নিয়েছে।

আজ বৃহস্প‌তিবার (২৮ জানুয়ারি) জেলা শহরের এক‌টি রেস্টুরেন্টে আয়োজিত সাংবা‌দিকদের সাথে মত‌বি‌নিময় সভায় অ্যাড.মামুনুর র‌শিদ মামুন এসব কথা বলেন।

‌তি‌নি বলেন,ভোটের দিন সুষ্টু ও শান্ত পরিবেশ সৃ‌ষ্টি করতে হবে নির্বাচন ক‌মিশনকে। প্রয়োজনে প্র‌তি‌টি কেন্দ্রে সেনা মোতায়েন করতে হবে। সরকার দলীয় প্রার্থী‌কে জেতাতে বি‌ভিন্ন উপ‌জেলা থে‌কে যা‌তে ভুয়া ভোটার আনতে না পারে সে বিষয়ে কঠোর পদক্ষেপ নিতে হবে । য‌দি একপেশে নির্বাচন করার পাঁয়তারা করা হয়, তাহলে পৌরবাসী তা মেনে নেবেনা।

NewsDetails_03

‌নি‌জে‌কে পৌর পিতা নয়, সেবক হিসাবে আখ্যায়িত করে মামুন বলেন, রাঙামা‌টি পৌরসভাকে আধুনিক পর্যটন ও তথ্য প্রযু‌ক্তি বান্ধব হিসাবে গড়ে তোলাই মুল লক্ষ্য।

এসময় জেলা বিএন‌পির সভাপ‌তি মোঃ শাহ আলম, সাধারন সম্পাদক দী‌পেন তালুকদার দীপু, যুগ্ম সম্পাদক নিজাম উ‌দ্দিন, যুবদল সভাপ‌তি সাইফুল অালম শা‌কিল, সাধারন সম্পাদক অাবু সাদাৎ মোঃ সা‌য়েম, ম‌হিলা দলের সভাপ‌তি মিনারা বেগম, জাসাস সাধারন সম্পাদক কামাল হো‌সেন প্রমূখ উপ‌স্থিত ছিলেন।

প্রসঙ্গতঃ রাঙামা‌টি পৌরসভার নির্বাচন আগামী ১৪ ফেব্রুয়ারী অনু‌ষ্ঠিত হবে। এতে মেয়র পদে আওয়ামীলীগ, বিএন‌পিসহ ৫ মেয়র প্রার্থী প্র‌তিদ্ব‌ন্ধিতা করছেন।

আরও পড়ুন