সুস্থ জাতি গঠনে মায়ের স্বাস্থ্য ঠিক রাখতে সরকার মাতৃত্ব ভাতা দিচ্ছে : জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক

purabi burmese market

পরিবার পরিকল্পনা বিভাগের সপ্তাহব্যাপী মাতৃ স্বাস্থ্য সেবার উদ্বোধন কালে বান্দরবানের জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক
সুস্থ জাতি গঠনে মায়ের স্বাস্থ্য ঠিক রাখতে সরকার মাতৃত্ব ভাতা দিচ্ছে। শনিবার সকালে পরিবার পরিকল্পনা বিভাগের সপ্তাহব্যাপী মাতৃ স্বাস্থ্য সেবার উদ্বোধন কালে একথা বলেন বান্দরবানের জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক । এসময় তিনি আরো বলেন, একটি শিশুকে একজন পরিপূর্ণ জাতি হিসেবে গড়ে তুলতে মায়ের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। একজন মা তার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করে জাতির সেবায় নিয়োজিত করতে পারে ।
শনিবার সকালে পরিবার পরিকল্পনা বিভাগের সপ্তাহব্যাপী মাতৃ স্বাস্থ্য সেবার উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডা.অংচালু এর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক,সিভিল সর্জন ডা.অংসুই প্রু ,পরিবার পরিকল্পনা বিভাগের সহকারী পরিচালক মো. এমরান হোসেনসহ পরিবার পরিকল্পনা বিভাগের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তা ও মাঠকর্মীরা।
আলোচনা সভা শেষে জেলা প্রশাসক মা ও শিশুকল্যাণ কেন্দ্রে বিভিন্ন ওয়ার্ড পরির্দশন করেন এবং হাসপাতলে ভর্তি মায়েদের শিশুদের প্রতি যত্নবান হওয়ার নির্দেশনা প্রদান করেন ।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।