বান্দরবান সদরের সুয়ালক উচ্চ বিদ্যালয়ে ইংলিশ ল্যাংগুয়েজ ক্লাব উদ্বোধন করা হয়েছে। ২২ আগষ্ট জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্লাবের উদ্বোধন করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ বিনির্মানের অংশ হিসেবে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সম্পৃক্ত করার উদ্দেশ্যে ইংলিশ ল্যাংগুয়েজ ক্লাবের কার্যক্রম শুরু হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
বান্দরবান সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল কুদ্দুছের সভাপতিত্বে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চৌধুরী, সুয়ালক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উক্যনু মার্মা বিশেষ অতিথি ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুরুল কবির প্রধান বক্তার বক্তব্য রাখেন।