সু-শিক্ষিতরাই দেশ ও জাতির ভবিষ্যত : ক্য শৈ হ্লা

NewsDetails_01

বান্দরবানের রাজবিলার মনজয় পাড়ায় বিনিময় সভায় জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈহ্লা
প্রতিটি ঘরে একজন করে হলেও সু-শিক্ষিত হতে হবে এবং সময়ের মূল্য বুঝতে হবে। সু-শিক্ষিতরাই সমাজ,জাতি তথা দেশের ভবিষ্যত।
শুক্রবার বান্দরবান সদর উপজেলার রাজবিলা ইউনিয়নের মনজয় পাড়ায় এক মত বিনিময় সভায় বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈহ্লা একথা বলেন।
রাজু মং হেডম্যানের সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা। সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রোয়াংছড়ির উপজেলার সাবেক চেয়ারম্যান হ্লাথোয়াই হ্রী,রাজবিলা ইউপি চেয়ারম্যান ক্যঅং প্রু ,সদর ইউপি চেয়ারম্যান সাবুখয়,সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি পাইহ্লাঅং প্রমুখ। সভায় বিভিন্ন পাড়া থেকে আগত পাড়া প্রধান ও শতশত নারী-পুরুষ উপস্থিত ছিলেন।
উক্ত মতবিনিময় সভায় এলাকার বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বক্তব্যে বলেন, এই আওয়ামীলীগ সরকারের সময়ে বান্দরবানের বিভিন্ন দূর্গম এলাকার ছেলে মেয়েরা শিক্ষার সুযোগ সুবিধা বেশি পেয়েছে। চেয়ারম্যান ক্য শৈহ্লা মহোদয়ের কারনে আমরা বিনামূল্যে বই, মাসিক বৃত্তি ও বিভিন্ন শিক্ষা সামগ্রী পেয়ে থাকি যা দরিদ্র মেধাবী ছাত্র ছাত্রীদের শিক্ষা বিকাশে অগ্রণী ভূমিকা রেখে যাচ্ছে।
প্রধান অতিথি এলাকার জনগনের দাবীর পরিপেক্ষিতে মনজয় পাড়া ,হাপিগ্যাই পাড়া.চোসাক পাড়া, ম্রুংখ্যং মুখ পাড়ায় ফুট ব্রীজ,সিঁড়ি,গাড়ি চলাচলের উপযোগী সড়ক, উপাসনালয় ,স্কুলের বাউন্ডরি দেয়াল ও শিক্ষক শূণ্যতা দ্রুত সমাধানের আশ্বাস প্রদান করেন।

আরও পড়ুন