বীর বাহাদুর বর্তমান আওয়ামীলীগ সরকারের মেয়াদে দেশে ও পার্বত্য চট্টগ্রামে নানা উন্নয়ন কর্মসূচী তুলে ধরে বলেন, মুক্তিযোদ্ধার সম্মানী ভাতা বৃদ্ধি, ১০টাকায় (প্রতিকেজি) চাল বিতরন কর্মসূচী, মাতৃদুগ্ধ ভাতা, ল্যাকটেটিভ মাদার ভাতা ও সরকারি কর্মচারিদের বেতন দ্বিগুন করাসহ নানা উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করছেন বর্তমান সরকার। তিনি এসময় রেইচা বাজারে খুব দ্রুত কমিউনিটি সেন্টার নির্মানের আশ্বাস দেন।
সম্মেলনে প্রু সাংথুই মারমা সভাপতি ও মেউচিং মারমা মারমা ২০১৬-১৯ মেয়াদের জন্য সাধারন সম্পাদক নির্বাচিত হন। এসময় বান্দরবান জেলা আওয়ামীলীগের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।