সৃজিলা ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে

NewsDetails_01

সৃজিলা চৌধুরী
সৃজিলা চৌধুরী ২০১৮ সালে পঞ্চম শ্রেণীর সমাপনি পরীক্ষায় মির্জাখীল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ গ্রহণ করে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে। সে বেসরকারী সংস্থা সোস্যাল প্রোগ্রেসিভ সোসাইটির লামা উপজেলা ম্যানেজার সমীরন চৌধুরী বিষ্ণু ও কল্পনা পাল চৌধুরীর মেয়ে। ৬০০ নম্বরের মধ্যে সৃজিলা ৫৬৮ নম্বর পেয়েছে। সে বর্তমানে মির্জাখীল উচ্চ বিদ্যালয়ে অধ্যয়নরত। গত রবিবার প্রকাশিত ফলাফলে ট্যালেন্টপুলে বৃত্তি পায় সৃজিলা। তার সফলতার জন্য শিক্ষক শিক্ষিকা ও মা বাবার কাছে কৃতজ্ঞ। সে সকলের কাছে আশির্বাদ প্রার্থী।
সৃজিলা ট্যালেন্টপুলে বৃত্তি পাওয়ার সত্যতা নিশ্চিত করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক অছিউর রহমান বলেন,সৃজিলা মেধাবী ছাত্রী ছিল। আমরা তার উজ্জল ভবিষ্যত কামনা করি।

আরও পড়ুন