সেই আব্দুর রহিমকে রোয়াংছড়ি আওয়ামী লীগ থেকে বহিষ্কার

NewsDetails_01

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিমকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এ খবর সত্যতা নিশ্চিত করছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আলেক্ষ্যং ইউপি চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা ও যুগ্ন সাধারণ সম্পাদক ধীরেন্ট ত্রিপুরা।

সূত্রে জানা যায়, আব্দুর রহিম আওয়ামী লীগে থাকলে মানসিক সমস্যার কারণে দীর্ঘদিন যাবত দলের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন থাকায় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সাময়িক বহিষ্কার করা হয়েছে।

NewsDetails_03

প্রসঙ্গত, আবদুর রহিম বান্দরবানের রোয়াংছড়ি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ঢেমশা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড সিকদার পাড়ার ডা. নুরুল আমিনের বাড়ির মরহুম রমজু মিয়ার ছেলে।

আব্দুর রহিম গত (১৮ সেপ্টেম্বর) বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার ঢেমশা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড উত্তর ঢেমশা মরহুম আবেদীনের বাড়ির পাশ্ববর্তী প্রবাসী জসিম উদ্দীনের ভাড়া বাসায় থাকাকালে স্ত্রীর নুসরাত শারমিন (৩০) কে কুপিয়ে হত্যা করে বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় স্বামী আব্দুর রহিম (৩৮) নিজেই ৯৯৯ এ ফোন করে পুলিশের নিকট ধরা দেয়।

আরও পড়ুন