সেনাবাহিনী ও প্রশাসনের পৃথক টহলে বদলে গেলো নাইক্ষ্যংছড়ির দৃশ্যপট

NewsDetails_01

সেনাবাহিনী ও প্রশাসনের পৃথক টহলে বদলে গেল বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার দৃশ্যপট। নাইক্ষ্যংছড়ি সদরের আশারতলী, কম্বোনিয়া, চাকঢালা বাজার ও আমতলীমাঠ এলাকায় মানব জটলা থাকতো প্রতিনিয়ত। চা, পান, সিগারেটের দোকানে ভিড় করে গল্পগুজবে মেতেছিল সাধারণ মানুষ। করোনার বিস্তার ঠেকাতে মাঠ পর্যায়ে আলীকদম জোনের সেনা দলটি টহল শুরু করতেই নিমিষেই বদলে গেলো দৃশ্যপট।

শুধু নাইক্ষ্যংছড়ি সদরে নয়, উপজেলার বাইশারী ইউনিয়নের পুরো এলাকার চিত্রই পাল্টে গেছে। বারবার ঘরে থাকার জন্য সবাইকে বলা হচ্ছিল প্রশাসন ও বিজিবির পক্ষথেকে । কিন্তু অনেকেই গুরুত্ব দেননি তাতে। সেনা টহলের পর সবার টনক নড়েছে।

লোকজনের কাজ নেই, অফিস, শিক্ষা প্রতিষ্টান বন্ধ, সবাই দোকানপাটের সামনে দেখা, সাক্ষাত, আলাপের জন্য জমা হতো। করোনার কারণে ঘরে থাকার নির্দেশ মানতো না অনেকেই। সেনাবাহিনী মাঠে নামার পর কাজ হয়েছে’, বললেন ৬ নং ওয়ার্ডের আমতলীমাঠ এলাকার জামে মসজিদের ইমাম মাওলানা মো,শামশুল আলম।

তার মতে, আরও আগে সেনাবাহিনীর টহল জোরদারে নামানো হলে লোকজনের অহেতুক ভিড় ও জমায়েত কম হতো। করোনার বিরুদ্ধে সামাজিক সতর্কতা আরও সুদৃঢ় হতো।

NewsDetails_03

কম্বোনিয়া ৮নং ওয়ার্ডের ইউপি মেম্বার মো,আলী হোসেন বলেন,’পাড়ায়-মহল্লায় দোকানের সামনে ও চায়ের স্টলে ছোট ছেলেদের নিয়মিত আড্ডা চলতো। স্কুল, কলেজ বন্ধ করে ঘরে থেকে সঙ্গরোধ করার জন্য বলা হলেও অনেকেই তা মানতো না। সেনা টহলের ফলে পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করছেন। এভাবে পুলিশ,বিজিবি ও সেনার পৃথক টহল অব্যাহত রাখার দাবী জানিয়েছেন ।

গত ৬ ও ৮ এপ্রিল উপজেলার দুই ইউনিয়নে নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসনেরর কর্মকর্তা সাদিয়া আফরিন কচি,পুলিশ অফিসার ইনচার্জ মো,আনোয়ার হোসেন ও আলীকদম সেনা জোনের মেজর মো,মোয়াজ্জেম হোসেন ও মেজর মো,মোস্তাক আহাম্মেদের পৃথক টহলের ফলে পথেঘাটে উটকো ভিড় কমেছে। তাছাড়া পণ্যের দাম বাড়ানোর প্রবণতাও বন্ধ হয়েছে।

শনিবার (১১ এপ্রিল ) সকাল ১০টায় করোনা ঠেকাতে মাঠ পর্যায়ে আলীকদম সেনা জোনের ক্যাপ্টিন মো,র্মুতুজা আলীর নেতৃত্বে সেনা টহল শুরু হওয়ার পরে এলাকার অলিগলির চিত্রই বদলে গেছে। ঘরে থেকে সঙ্গরোধের বিষয়টি বহুলাংশে প্রতিপালিত হচ্ছে। পথেঘাটে, মার্কেটে, বাজারে ভিড় ও জটলা কমেছে। এসময় কম্বোনিয় ও আশারতলী এলাকার কর্মহীন মানুষের মাঝে খাদ্যসামগ্রী প্রদান করেন ক্যাপ্টিন মো.মুর্তুজা আলী।

ক্যাপ্টিন মো.মুর্তুজা আলী বলেন, নাইক্ষ্যংছড়ি প্রশাসনের পাশাপাশি আলীকদম সেনা জোনের সেনাবাহিনীও করোনার ভয়াবহ পরিস্থিতির সচেতনামূলক লিফলেট, মাক্স ও সেনা জোয়ানদের মাসিক রেশন থেকে এই স্বল্প খাদ্যসাগ্রী পাঠিয়েছে তা আমরা অসহায় ও কর্মহীন মানুষের কাছে ঘরে গিয়ে পৌছেঁ দিয়েছি।

আরও পড়ুন