সেনাবাহিনী মানবতার সেবায়ও বিশেষ ভূমিকা রাখছে : বীর বাহাদুর

NewsDetails_01

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, শুধু আইন শৃংখলা রক্ষার কাজেই নয়, সেনাবাহিনী মানবতার সেবায়ও বিশেষ ভূমিকা রাখছে। বিভিন্ন দূর্যোগ মূহুর্তে তারা জীবন বাজি রেখে ঝাঁপিয়ে পড়েন। তিনি বলেন, সেনাবাহিনীর এসব সেবামূলক কাজ পার্বত্যবাসী আগেও দেখেছেন।

আজ সোমবার (১৩এপ্রিল) সকালে বান্দরবান ২৬ বীর জোনের আওতাধীন রেইচা আর্মি ক্যাম্পের চেক পোষ্টে করোনা ভাইরাস প্রতিরোধে ২৬ বীরের তত্বাবধানে ও ১৪৩ ফিল্ড ওয়ার্কসপের কারিগরি সহযোগীতায় অটোমেটিক কার ডিজইনফেক্টিং স্প্রেয়ার উদ্বোধন করার সময় মন্ত্রী এসব কথা বলেন।

NewsDetails_03

তিনি আরো বলেন, আজ সেনাবাহিনীর অটোমেটিক কার ডিজইনফেক্টিং (জীবাণুমুক্তকরন) স্প্রেয়ার এর উদ্বোধনের ফলে বান্দরবানে বিভিন্ন জায়গা থেকে আসা পণ্যবাহী গাড়ী জীবানুমুক্ত হবে। এর ফলে বান্দরবানে অন্যান্য জেলার তুলনায় করোনার জীবানু প্রবেশে বাঁধা প্রাপ্ত হবে।

তিনি আরো বলেন, বান্দরবানে এ মেশিন সারা বাংলাদেশের মধ্যে প্রথম চালু হয়েছে। এসময় তাদের এ নতুন আবিষ্কারের ফলে মন্ত্রী সেনাবাহিনীকে ধন্যবাদ জানান।

এসময় আরো উপস্থিত ছিলেন বান্দরবান জেলা প্রশাসক মোঃ দাউদুল ইসলাম, বান্দরবান সেনা জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃআখতার উস সামাদ রাফি বিএসপি পিএসসি, ৬৯ ব্রিগেডের জি-২ (আই) মেজর মোহাম্মদ ইফতেখার হোসেন পিএসসি, ২৬ বীরের এ্যাডজুটেন্ট লে. মোঃ শিহান মুনির, সদর উপজেলা চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর, পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গরা।

আরও পড়ুন