অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেরা করদাতাদের মধ্যে সম্মাননা প্রদান করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ.জ.ম নাছির উদ্দিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম চেম্বার এন্ড কমার্সের সভাপতি মাহবুবুল আলম, চট্টগ্রাম কাস্টমস,এক্সাইড ও ভ্যাট এর কমিশনার সৈয়দ গোলাম কিবরিয়া,চট্টগ্রাম উইমেন চেম্বারের সভাপতি মনোয়ারা হাকিম আলী।
এসময় প্রধান অতিথি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ.জ.ম নাছির উদ্দিনের কাছ থেকে ২য় সর্বোচ্চ সেরা করদাতার সম্মাননা গ্রহন করেন বান্দরবানের ঠিকাদার অমল কান্তি দাশ।
প্রসঙ্গত,অমল কান্তি দাশ এই পর্যন্ত চট্টগ্রাম বিভাগে তিন বার সেরা করদাতা নির্বাচিত হয় এবং এইবার ২য় সর্বোচ্চ করদাতা হিসেবে মনোনিত হয়ে এই সম্মাননা গ্রহন করে।