বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়ন পরিষদের চলমান ভোটার হালনাগাদে ভোগান্তি এড়াতে এবং অন্যান্য সেবা গতিশীল ও জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে নতুন ভাবে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে বাংলাদেশ সচিবালয়ে ইউপি-১ শাখার উপ-সচিব আবু রাফা মোহাম্মদ আরিফ এর ৪ ফেব্রুয়ারি স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
নতুন নিয়োগপ্রাপ্ত ইউপি প্রশাসক মুহাম্মদ শহীদুল ইসলাম জানান, গত ৪ ফেব্রুয়ী মঙ্গলবার প্রশাসক নিয়োগের পত্রপ্রাপ্ত হয়ে একি দিনে জেলা প্রশাসকের বরাবরে যোগদানের অনুমতি পেয়ে সোনাইছড়ি ইউনিয়ন পরিষদ প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছি।

আর দিকে বিজ্ঞপ্তির চিঠিতে বলা হয়, সোনাইছড়ি ইউনিয়ন পরিষদে প্রশাসক ত্রিরতণ চাকমা পদোন্নতি জনিত বদলীর কারনে সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ (সংশোধিত ২০২৪) এর ১৮ ধারা অনুযায়ী নাইক্ষ্যংছড়ি ৫নং সোনাইছড়ি ইউনিয়ন পরিষদে নাইক্ষ্যংছড়ি উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংক মুহাম্মদ শহীদুল ইসলামকে প্রশাসক নিয়োগসহ ৯ জন উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকদের সদস্য নিয়োগের প্রশাসনিক অনুমোদন জ্ঞাপন করা হলো। পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত উপজেলা প্রশাসনের কর্মকর্তাদেরকে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ পরিচালনার জন্য প্রশাসনিক ক্ষমতা দেওয়া হয়েছে।
উল্লেখ্য, উপজেলার ৫ ইউনিয়নের মধ্যে তিন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের মেয়াদউর্ত্তীণ হওয়ায় বাতিল করা হয়েছে তিন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদেরকে। এসব শূণ্যস্থানে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল স্থানীয় সরকার।
বাতিল পরিষদের চেয়ারম্যানেরা হলেন সদর ইউনিয়নের নুরুল আবছার, ঘুমধুমের জাহাঙ্গীর আজিজ ও সোনাইছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ্যানিং মার্মা। এসব শূন্য স্থানে প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছিলো সদর ইউনিয়নে যু্ব উন্নয়নের কর্মকর্তা মাহবুব ইলাহী,সোনাইছড়ি ইউনিয়নে উপজেলা শিক্ষা অফিসার ত্রিরতণ চাকমা ও ঘুমধুম ইউনিয়নে উপজেলা সমবায় কর্মকর্তা ক্যবুহ্রী মার্মা। তবে দায়িত্ব পাওয়া প্রশাসকের মধ্যে সোনাইছড়ি ইউনিয়ন পরিষদ দায়িত্বরত প্রশাসক শিক্ষা অফিসার ত্রিরতণ চাকমা পদোন্নতি জনিত বদলী কারণে নতুন ভাবে প্রজ্ঞাপনের মাধ্যমে আদেশ জারি করে সোনাইছড়ি ইউনিয়ন পরিষদে প্রশাসক হিসেবে নিয়োগ ও যোগদান করলেন উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংক এর ব্যবস্থাপক মুহাম্মদ শহীদুল ইসলাম।