স্কুল ছাত্রী গণধর্ষণের প্রতিবাদে লামায় বিক্ষোভ ও মানববন্ধন

NewsDetails_01

লামায় স্কুল ছাত্রী গণ ধর্ষনের প্রতিবাদে অনুষ্ঠিত মানববন্ধনের একাংশ
স্কুল ছাত্রী গণ ধর্ষণের প্রতিবাদে ও ধর্ষকদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে মানববন্ধন করেছে বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের গার্লস স্কুল ও আইডিয়াল স্কুলের শিক্ষক, শিক্ষার্থী, স্কুল পরিচালনা কমিটির নেতৃবৃন্দরা।
শনিবার দুপুরে বিক্ষোভ মিছিল শেষে আজিজনগর বাজার এলাকায় এ মানববন্ধন করা হয়। মানববন্ধনে ভাইয়া সুপার মার্কেটের সভাপতি জসিম উদ্দিন, আজিজনগর গার্লস স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক মোস্তাক আহম্মদ, মাসুদ রানা, রবিউল ইসলাম, ইলিয়াম আরমান, বিজয় টিভি’র প্রতিনিধি মো. সেলিম উদ্দীন ও আইডিয়াল স্কুলের শিক্ষকসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ অংশ গ্রহন করেন।
উল্লেখ্য, প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় গত ১৬ জুলাই দিবাগত রাতে কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের ইছাছড়ি এলাকার সাবের আহমদের ছেলে আসিফ (২৫) ও মুছা সওদাগরের ছেলে মো. হেলালসহ (৩২) আরো তিনজন আজিজনগর গার্লস স্কুলের ষষ্ঠ শ্রেণীর ওই ছাত্রীকে গণ ধর্ষণ করে পালিয়ে যায় বলে অভিযোগ করেন ধর্ষিতার অভিবাবকরা।

আরও পড়ুন