মারমা স্টুডেন্ট কাউন্সিল এর সভাপতি লুসাই মং মার্মার সভাপতিত্বে উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন,চাক স্টুডেন্টন্স অর্গানাইজেশন এর কেন্দ্রিয় আহব্বায়ক থোয়াই ক্যাজাই চাক, ত্রিপুরা স্টুডেন্ট ফোরামের সভাপতি শিমন্ত ত্রিপুরসহ অনেকে। এই সময় বক্তারা কিশোরী ছাত্রী ধর্ষণের সাথে জড়িত মিজানুর রহমান ও সাইফুল ইসলামের শান্তির দাবী করেন।
গত শনিবার রাতে আলীকদমের চৈক্ষ্যং ইউনিয়নের রেফার ফাঁড়ি এলাকায় এই কিশোরিকে ধর্ষণ এবং এর ভিডিও চিত্র ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করবে বলে হুমকি প্রদান করে। কিশোরী বিষয়টি বাসায় জানালে তার ভাই রোববার বাদী হয়ে আলীকদম থানায় মামলা করেন। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ মিজানুর রহমান ও সাইফুল ইসলামকে গ্রেফতার করে।