স্থায়ী ক্যাম্পা‌সের দা‌বি‌তে রা‌মেক শিক্ষার্থী‌দের বি‌ক্ষোভ

NewsDetails_01

স্থায়ী ক্যাম্পাসের দাবিতে দ্বিতীয় দি‌নের মত বিক্ষোভ করেছে রাঙামাটি মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। আজ বুধবার দুপুরে রাঙামা‌টি মে‌ডি‌কেল গেইট সংলগ্ন গনপুর্ত ভব‌নের সাম‌নে বিক্ষোভ সমাবেশ করেন তারা।

সমাবেশে বক্তব্য রাখেন রাঙামাটি মেডিকেল কলেজের শিক্ষার্থী সালমা আফরিন অমি, তারভীর আহমেদ, পুষ্পিতা দাশ, মো. কাওসিন ওয়াহিন।

NewsDetails_03

এসময় তারা বলেন, দীর্ঘদিন ধরে শিক্ষার্থীরা রাঙ্গামাটি মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাসের দাবি জানিয়ে আসলেও তা অদৃশ্য কারণে বাস্তবায়ন হচ্ছে না। অস্থায়ী ক্যাম্পাসে শিক্ষার্থীদের শিক্ষা জীবন অনিশ্চিত হয়ে পড়েছে। তারা আরও বলেন, নানা সংকটে ভেস্তে যাচ্ছে সরকারের এ অর্জন। আবাসন ও শ্রেণী কক্ষ সংকট থেকে শুরু করে নানামুখি সমস্যায় এ প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা। প্রতিশ্রুতি থাকলেও বাস্তবায়ন হয়নি একটিও।

শিগগির স্থায়ী ক্যাম্পাস নির্মাণের কার্যক্রম শুরু না করা হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে। ২০১৪ সালে রাঙামাটি জেনারেল হাসপাতালের পার্শ্ববর্তী ভবনে অস্থায়ী ভাবে মেডিকেল কলেজের কার্যক্রম শুরু হয়।
যতদিন স্থায়ী ক্যাম্পাসের কাজ শুরু হবে না ততদিন পর্যন্ত এই আন্দোলন চলবে বলে জানিয়েছে শিক্ষা

আরও পড়ুন