স্বরাষ্ট্রমন্ত্রীর আগমন উপলক্ষে পুলিশের সাংস্কৃতিক সন্ধ্যা

পুলিশের সাংস্কৃতিক সন্ধ্যা উপভোগ করছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বান্দরবান আগমন উপলক্ষে জেলা পুলিশ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করেছে। আজ সন্ধ্যায় জেলা শহরের বালাঘাটা পুলিশ লাইন্সে এই সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশেসিং এমপি, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়সহ অনেকে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের আগে স্বরাষ্ট্রমন্ত্রী ফানুস উড়িয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন এবং পরে মন্ত্রী সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।
এদিকে বুধবার সকাল ৯টায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বান্দরবানের বালাঘাটাস্থ পুলিশ লাইন স্কুল ও রোয়াংছড়ি থানা ভবনের উদ্বোধন অনুষ্টানে যোগ দেওয়ার কথা রয়েছে। এরপরে বোমাং রাজার ১৩৯ তম রাজপূণ্যাহ উপলক্ষে সকাল ১০ টায় আনুষ্টানিক রাজস্ব আদায় ও ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্টানে যোগ দেবেন। এসময় বোমাং রাজা বোমাংগ্রী উ চ প্রু চৌধুরী, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশেসিং এমপি, জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক,পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়,৬৯ পদাতিক ব্রিগেডের কমান্ডার যুবায়ের সালেহীন পিএসসি,এনডিইউসহ দেশী বিদেশী অতিথিরা উপস্থিত থাকবেন।

আরও পড়ুন