স্বাধীনতার পর বঙ্গবন্ধু সমবায় চালু করেছেন : বীর বাহাদুর

স্বাধীনতার পর বঙ্গবন্ধু সমবায় চালু করেছেন, সমবায় এর মাধ্যমে ভাগ্য পরিবর্তন করা যায়, তাই বঙ্গবন্ধু সমবায় আইন তৈরি করেছেন।

গত শুক্রবার সন্ধ্যায় (১৩ জানুয়ারি) বান্দরবান অরুণ সারকী টাউন হলে বান্দরবান লোকাল ট্রাক-মিনি ট্রাক মালিক সমবায় সমিতি’র নব নির্বাচিত পরিচালনা কমিটির অভিষেক, ৬ষ্ট বার্ষিক সাধারণ সভায় এসব কথা বলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

এসময় পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর আরো বলেন, বান্দরবান লোকাল ট্রাক-মিনি ট্রাক মালিক সমবায় সমিতি শক্তিশালী করতে হবে, এই সমিতি পরিচালনা করতে সু-নেতৃত্ব থাকা দরকার। সমিতির সামাজিক কাজ করতে হবে, যাতে সমাজের মানুষ উপকৃত হয়। মালিকের সাথে শ্রমিক, শ্রমিকের সাথে মালিকের সু-সম্পর্ক থাকতে হবে, তাহলে সবাই উপকৃত হবে।

এসময় তিনি আরো বলেন, একটি দূর্ঘটনায় অনেক পরিবার ধ্বংস হয়ে যায়, তাই ড্রাইভারদের সচেতন হতে হবে, তাহলেই দূর্ঘটনা কমবে।

এসময় তিনি আরো বলেন, বান্দরবান বাস টার্মিনালকে আধুনিক বাস টার্মিনাল করা হবে এবং সেখানে যাতে ড্রাইভাররা বিশ্রাম নিতে পারে সেই জন্য ড্রাইভারদের জন্য হোটেল করা হবে বলেও ঘোষনা করেন।

এরআগে সমিতির বার্ষিক প্রতিবেদন পাঠ করেন, সমিতি সদ্য বিদায়ী আহব্বায়ক বিমল কান্তি দাশ, এর পরে বান্দরবান লোকাল ট্রাক-মিনি ট্রাক মালিক সমবায় সমিতির নব নির্বাচিত কমিটির সদস্যদের একে একে শপথ বাক্য পাঠ করান, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

বান্দরবান লোকাল ট্রাক-মিনি ট্রাক মালিক সমবায় সমিতি’র সভাপতি অমল কান্তি দাশ এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে আরো বক্তব্য রাখেন, জেলার পুলিশ সুপার তারিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলাম, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য কাজল কান্তি দাশ, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল কুদ্দুস, পৌর মেয়র ইসলাম বেবী, শ্রমিক ইউনিয়ন এর নেতা মুসা কোম্পানি প্রমুখ।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।