স্বাধীনতার সুর্বণজয়ন্তী উপলক্ষ্যে কাপ্তাইয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা

purabi burmese market

স্বাধীনতার সুর্বণজয়ন্তী উপলক্ষ্যে রাঙামাটির কাপ্তাই উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ মঙ্গলবার সকালে কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শাখায় দেশের গান, নৃত্য, চিত্রাংকন ও কুইজ বিষয়ে ৫০ জন প্রতিযোগী অংশ নেন।

প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহম্মদ, সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মাহমুদ হাসান, সহকারী শিক্ষা কর্মকর্তা আশীষ কুমার আচার্য,নিরালা চাকমা ও উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক ঝুলন দত্ত।

প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে প্রথম স্থান অধিকারী রাঙামাটি জেলা পর্যায়ে অংশ নিবেন বলে জানান প্রতিযোগিতার সদস্য সচিব উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ ইদ্রিছ।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।