স্বাধীনতার সুর্বণজয়ন্তী উপলক্ষ্যে কাপ্তাইয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা

NewsDetails_01

স্বাধীনতার সুর্বণজয়ন্তী উপলক্ষ্যে রাঙামাটির কাপ্তাই উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ মঙ্গলবার সকালে কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শাখায় দেশের গান, নৃত্য, চিত্রাংকন ও কুইজ বিষয়ে ৫০ জন প্রতিযোগী অংশ নেন।

NewsDetails_03

প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহম্মদ, সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মাহমুদ হাসান, সহকারী শিক্ষা কর্মকর্তা আশীষ কুমার আচার্য,নিরালা চাকমা ও উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক ঝুলন দত্ত।

প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে প্রথম স্থান অধিকারী রাঙামাটি জেলা পর্যায়ে অংশ নিবেন বলে জানান প্রতিযোগিতার সদস্য সচিব উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ ইদ্রিছ।

আরও পড়ুন