স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাঙামা‌টি আওয়ামী লীগের আলোচনা সভা

purabi burmese market

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাঙামা‌টি জেলা আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণসহ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার সকাল সাড়ে ১০টায় রাঙামা‌টি কেন্দ্রীয় শহীদ মিনারে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রাঙামা‌টি জেলা আওয়ামী লীগের সভাপতি দীপংকর তালুকদার এমপির সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক সন্তোষ কুমার চাকমার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অংসুই প্রু চৌধুরী, বৃষ কেতু চাকমা, ত্রিদিপ কান্তি দাশ, সাংগঠনিক সম্পাদক মো: শাওয়াল উদ্দিন, সদস্য আশীষ কুমার চাকমা নব, মো: আবু তৈয়ব, জেলা যুবলীগের সভাপতি ও পৌরসভা মেয়র আকবর হোসেন চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক মো: শাহাজাহান, জেলা মহিলা লীগের সাধারন সম্পাদক মোহিতা দেওয়ান, জেলা যুব মহিলালীগের সাধারন সম্পাদক লেখিকা চাকমা, জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক প্রকাশ চাকমা প্রমুখ।

আলোচনা সভার আগে দলীয় কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয় এবং দলীয় কার্যালয় থেকে শহীদ মিনার পর্যন্ত র‌্যালি অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।