স্বাস্থ্যবিধি না মেনে কাপ্তাই লেকে ভ্রমণ করায় পর্যটক ও বোট চালককে জরিমানা
স্বাস্থ্যবিধি না মেনে রাঙামাটির কাপ্তাই লেকে ভ্রমণ করায় এবার ৫ জন পর্যটক ও ৩ জন বোট চালককে ১৫শ টাকা জরিমানা করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আজ শুক্রবার (৭জানুয়ারি) সন্ধ্যা ৫ টা হতে সাড়ে ৬ টা পর্যন্ত ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কাপ্তাই জেটিঘাট এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মঈনুল হোসেন চৌধুরী সংক্রমণ রোগ নির্মূল ও প্রতিরোধ আইন ২০১৮ অনুযায়ী এই অর্থদন্ড প্রদান করেন।
এসময় কাপ্তাই থানার পুলিশ সদস্যরা ভ্রাম্যমান আদালতকে সহায়তা করেন।