স্বাস্থ্যবিধি মেনে কাপ্তাইয়ের ৭ টি মন্দিরে দুর্গা পুজা অনুষ্ঠিত হবে

রাঙামাটির কাপ্তাই উপজেলা পুজা উদযাপন পরিষদের সভা আজ শুক্রবার (৪সেপ্টেম্বর) বিকেলে কাপ্তাই ৩য় শ্রেণী সরকারি কর্মচারী ক্লাবে অনুষ্ঠিত হয়।

NewsDetails_03

কাপ্তাই উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি দীপক কান্তি ভট্রাচার্যের সভাপতিত্বে সাধারণ সম্পাদক প্রিয়তোষ ধর পিন্টু এর সঞ্চালনায় এই সময় উপজেলা পুজা উদযাপন পরিষদের উপদেষ্টা প্রকৌশলী স্বপন কুমার সরকার, সাবেক সভাপতি সমলেন্দু বিকাশ দাশসহ উপজেলার ৭টি দুর্গা মন্দিরের সভাপতি, সম্পাদকসহ উপজেলা পুজা উদযাপন পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় বার্ষিক অর্থ প্রতিবেদন পেশ করেন কমিটির অর্থ সম্পাদক উত্তম কুমার মল্লিক।

সভায় কেন্দ্রীয় পুজা উদযাপন পরিষদের ২৬ টি নির্দেশনা মেনে স্বাস্থ্যবিধি রক্ষা করে এই বছর কাপ্তাইয়ের ৭ টি দুর্গামন্ডপে শারদীয় দুর্গাপুজা উদযাপনের সিদ্ধান্ত গৃহীত হয়।

আরও পড়ুন