স্বাস্থ্যসেবা বাড়াতে বদ্ধ পরিকর রাঙামাটির নবনিযুক্ত সিভিল সার্জন
রাঙামাটি জেনারেল হাসপাতালকে জনবান্ধব স্বাস্থসেবা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার অঙ্গিকার ব্যক্ত করে রাঙামাটির পরিচিত পরিবেশে নবনিযুক্ত সিভিল সাার্জন ডা. নীহার রঞ্জন নন্দী বলেছেন, রাঙামাটির স্বাস্থ্যসেবা সারাদেশে অনুকরণীয় করে রাখতে আমি বদ্ধ পরিকর। এর জন্য যা কিছু করার, করে যাব।
রাঙামাটিতে সিভিল সার্জনের দায়িত্বভার গ্রহণের পর আজ সোমবার জেনারেল হাসপাতালের কর্মকর্তা-কর্মচারিদের নিয়ে মতবিনিময়কালে সিভিল সার্জন ডাঃ নীহার রঞ্জন এ কথা বলেন।

তিনি বলেন, রাঙামাটি জেনারেল হাসপাতালের স্বাস্থ্যসেবার নিশ্চিতে যে ঘাটতি রয়েছে, তা সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে ব্যবস্থা নেয়া হবে। জেলার স্বাস্থ্যসেবার মানোন্নয়নে তিনি কোন কার্পন্য করবেন না উল্লেখ করে বলেন, সকলে মিলে মিশে আন্তরিকতা রেখে কাজ করে গেলে রাঙামাটি স্বাস্থ্যসেবার উন্নতি ঘটবে এবং স্বাস্থ্য বিভাগ জনবান্ধবে পরিণত হবে।
মতবিনিময়কালে রাঙামাটি জেনারেল হাসপাতালে কর্মরত চিকিৎসক, কর্মকর্তা কর্মচারিদের বিভিন্ন যৌক্তিক দাবি-দাওয়া পর্যায়ক্রমে পূরণের ও আশ্বাস দেন তিনি।
এসময় জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শওকত আকবর খান, ডা. আব্দুল হাই, ডা.আশিষ তনচংঙ্গ্যা, ডাঃ তানিয়া দেওয়ান, ডাঃ দীনা, ডাঃ রূপশ্রী রায়, ডা: সৈকত চাকমাসহ জেনারেল হাসপাতালের কর্মকর্তা-কর্মচারি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।