স্বাস্থ্যে রাঙামাটির সেরা বেতবুনিয়া মডেল ইউনিয়ন পরিষদ
বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৩ উপলক্ষে রাঙামাটির জেলা পর্যায়ে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ নির্বাচিত হয়েছেন কাউখালী উপজেলার বেতবুনিয়া মডেল ইউনিয়ন পরিষদ।
এছাড়াও ২০২২-২০২৩ বছরে পরিবার পরিকল্পনা এবং মা ও শিশুস্বাস্থ্য কার্যক্রমে প্রশংসনীয় অবদান রাখায় প্রশংসাপত্র প্রদান করা হয়েছে।
আজ বুধবার বেলা ১১টার বেতবুনিয়া মডেল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের অফিসকক্ষে চেয়ারম্যান অংক্যজ চৌধুরীর হাতে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ ক্রেষ্ট ও প্রশংসাপত্র হস্তান্তর করেন, বেতবুনিয়া পরিবার পরিকল্পনা বিভাগের পরিদর্শিকা উর্মি রানী বড়ুয়া।
এসময় চেয়ারম্যান অংক্যজ চৌধুরী অনুভুতি ব্যক্ত করতে গিয়ে বলেন, আমার ইউনিয়নের জনগণের বিশেষ করে মা ও শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য যে চেষ্টা, এই সম্মাননা বর্তমান কাজের স্বীকৃতি এবং ভবিষ্যতের জন্য অনুপ্রেরণা যোগাবে। এটি সকলের সহযোগিতায় সম্ভব হয়েছে বিধায় তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।
ক্রেষ্ট হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান সামশুদোহা চৌধুরী ছাড়াও মেম্বার, কার্বারী ও হেডম্যানগণ।