স্বাস্থ্য বিভাগকে চিকিৎসা সামগ্রী দিয়েছে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ
বান্দরবানে করোনা আক্রান্ত রোগীদের সেবার লক্ষ্যে স্বাস্থ্য বিভাগের মাঝে বিভিন্ন চিকিৎসা সামগ্রী বিতরণ করেছে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ।
আজ বুধবার (২৪ জুন) সকালে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে বান্দরবান স্বাস্থ্য বিভাগের কাছে এই চিকিৎসা সামগ্রী প্রদান করেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা।

এসময় করোনা প্রতিরোধে এবং করোনা আক্রান্ত রোগীদের সেবার লক্ষ্যে ৪ হাজার সার্জিক্যাল মাস্ক, ৩ হাজার ওটিসোল, ৪ হাজার ৬শ জোড়া সার্জিক্যাল গ্লাভস, ৩০টি পালস অক্সিমিটার, ১০ টি অক্সিজেন কনসেন্ট্রেটর, ২০টি অক্সিজেন সিলিন্ডার, ৩শ টি ইনজেকশন অ্যালেক্স, ১শ টি নাসেল কনোলা গ্রহণ করে সিভিল সার্জন ডা.অং সুই প্রু মারমা।
এসময় পার্বত্য জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো.শেখ শহিদুল ইসলাম, সহকারি সিভিল সার্জন ডা. মংটিং ঞো, সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ভানু মারমা, করোনা ইউনিটের প্রধান চিকিৎসক ডা. প্রত্যুষ পল ত্রিপুরা উপস্থিত ছিলেন।