স্বাস্থ্য সেবার মান বাড়াতে রুমা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যায় উন্নিতকরণ

বান্দরবানের রুমা উপজেলায় ১০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যায় উন্নিতকরণ করা হয়েছে। আজ শনিবার (২৩নভেম্বর) সকালে স্বাস্থ্য প্রকৌশল বিভাগের বাস্তবায়নে ১৮ কোটি টাকা ব্যয়ে তিনতলা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্স ভবনের শুভ উদ্বোধন করেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, পার্বত্য এলাকার উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত আন্তরিক, যার ফলে বিগত সরকারের আমলের চেয়েও বর্তমানে শিক্ষা, স্বাস্থ্য,সড়ক যোগাযোগ ব্যাপক হারে উন্নয়ন হচ্ছে।

NewsDetails_03

৫০ শয্যায় উন্নিতকরণ অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো: শফিউল আলম, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মোবাশ্বের হোসেন, সিভিল সার্জন ডাঃ অসুই প্রু মার্মাসহ অনেকে।

এর আগে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে ৩০ লক্ষ টাকা ব্যয়ে রুমা উপজাতীয় আবাসিক বিদ্যালয়ের ডরমেটারি ভবনের ভিত্তি প্রস্তর ও ৩৯ লক্ষ টাকা ব্যয়ে রুমা উপজাতীয় আবাসিক বিদ্যালয়ের শহিদ মিনার নির্মান কাজের উদ্বোধন করেন পার্বত্য মন্ত্রী।

আরও পড়ুন