করোনা ভাইরাস মোকাবিলায় দেশের স্বাস্থ্য বিভাগের সবার ছুটি বাতিল করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ নির্দেশ দেন।

স্বাস্থ্যমন্ত্রী মন্ত্রী বলেন,‘করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসার জন্য বিশ্ব ইজতেমার মাঠ প্রস্তুত করা হচ্ছে। সেখানে দায়িত্বে থাকবে সেনাবাহিনী।’
তবে বাংলাদেশ বিশ্বের মধ্যে করোনা আক্রান্তের দিক দিয়ে তুলনামূলক ভালো অবস্থায় আছে দাবি করে মন্ত্রী বলেন, অন্যান্য দেশের তুলনায় আমরা অনেক ভালো আছি। আমাদের আক্রান্তের সংখ্যা কম, মৃত্যুও হয়েছে একজনের। যে ব্যক্তি মারা গেছেন তিনি কিন্তু অনেক বয়স্ক ছিলেন। তারপরও আবার অনেক ধরনের রোগে ভুগছিলেন।