সড়কে যানবাহন চলাচল নিয়ন্ত্রনে তৎপর কাপ্তাই পুলিশ

NewsDetails_01

রাঙামাটির কাপ্তাই উপজেলায় সরকারি নির্দেশ মোতাবেক করোনা ভাইরাস প্রতিরোধের লক্ষ্যে সামাজিক দুরত্ব নিশ্চিত করাসহ বিনা প্রয়োজনে যেন কেউ ঘর থেকে কেউ বের হতে না পারে এবং অহেতুক কোন যানবাহন চলাচল করতে না পারে সেজন্য কাপ্তাই থানা পুলিশের কার্যক্রম আরোও জোরদার করা হয়েছে।

NewsDetails_03

সরকারি নির্দেশ অনুযায়ী জরুরী সেবার আওতাভুক্ত যানবাহন ব্যতীত যেন অন্য কোন যানবাহন চলাচল করতে না পারে সেই বিষয়ে রেশম বাগান পুলিশ চেক পোস্টসহ থানা এলাকায় পুলিশিং কার্যক্রম আরো বাড়ানো হয়েছে।

কাপ্তাই থানার ওসি নাছির উদ্দিন জানান, কাপ্তাই থানা পুলিশ সামাজিক দুরত্ব নিশ্চিত সহ, অপ্রয়োজনে যেন কেউ ঘোরাফেরা করতে না পারে সেজন্য থানা এলাকার প্রতিটি সড়ক এবং ইউনিয়নে টহল অব্যাহত রেখেছে।

আরও পড়ুন