পাহাড় ধসে বান্দরবান ও রাঙামাটি জেলায় হতাহতের ঘটনায় গভীর শোক এবং বন্যায় ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি।
তিনি আজ বিকালে এক বিবৃতিতে এই সংকটময় মূহুর্তে সহায়-সম্বলহীন ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাড়ানোর জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন। পার্বত্য প্রতিমন্ত্রীর এপিএস সাদেক হোসেন চৌধুরী বিবৃতির সত্যতা নিশ্চিত করেন।
প্রসঙ্গত, পাহাড় ধসের ঘটনায় মঙ্গলবার সকালে রাঙামাটিতে ৩৫ জন এবং বান্দরবানে ৬জন নিহত এবং অর্ধ শতাধিক আহত হবার ঘটনা ঘটে, ক্ষতিগ্রস্থ হয় বহু ঘরবাড়ি।