হত্যা-ধ্বংসযজ্ঞের জন্য আন্দোলন করেনি ছাত্ররা

বান্দরবানে বৈষম্য বিরোধী ছাত্র-জনতা

NewsDetails_01

দেশে হত্যা-ধ্বংসযজ্ঞের জন্য ছাত্র-ছাত্রীরা আন্দোলন করেনি বলে উল্লেখ করেছেন, বান্দরবানে বৈষম্য বিরোধী ছাত্ররা।

আজ বৃহস্পতিবার (৮ আগষ্ট) বিকাল ৪টায় বান্দরবান শহরের প্রেসক্লাবের সামনে আয়োজিত বৈষম্য বিরোধী ছাত্র-জনতার সমাবেশে একথা বলেন।

NewsDetails_03

এসময় উপস্থিত বক্তারা বলেন, ফ্যাসীবাদ ও কোটার নামে ছাত্র-ছাত্রীরা যে বৈষম্যের শিকার হয়েছে সেই বৈষম্য থেকে মুক্তি পেতে ছাত্র-ছাত্রীরা আন্দোলন করেছিল। কোন প্রকার হত্যা-ধ্বংসযজ্ঞের জন্য ছাত্র-ছাত্রীরা আন্দোলন করেনি।

যারা দেশের বর্তমান পরিস্থিতির সুযোগ নিয়ে বান্দরবানসহ সারা দেশে হামলা,হত্যা, লুটপাট,ডাকাতি, ভাঙচুর, অগ্নিসংযোগ করছে তাদের প্রতিহত করুন এবং গণতান্ত্রিক রুপান্তরের জন্য আওয়াজ তুলুন।

উসিং মে মারমা”র সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন এডিসন চাকমা, আ্যাডভোকেট মোরশেদুল ইসলাম, আ্যাডভোকেট উবাথোয়াই মারমা, লেলুং খুমী, হিরো খেয়াং, বিটন তঞ্চঙ্গ্যা, উখিং চাক,পু পু সিং, নিবাই খুমী, রিপন চক্রবর্তী প্রমূখ।

আরও পড়ুন