হামলার প্রতিবাদে নাইক্ষ্যংছড়িতে আদিবাসী ছাত্র জনতার সভা

ঢাকার মতিঝিলের এনসিটিবি ভবনের সামনে ‘সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতা’র শান্তিপূর্ণ এনসিটিবি ভবন ঘেরাও কর্মসূচিতে ‘স্টুডেন্ট ফর সভারেন্টি’ ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা জানিয়ে নাইক্ষ্যংছড়ি আদিবাসী ছাত্র-জনতা উদ্যোগে সভা ও স্মারকলিপি প্রদান করা হয়।

আজ ১৯ জানুয়ারি রবিবার বেলা সাড়ে ১২টার দিকে নাইক্ষ্যংছড়ি ধুংরী হেডম্যান পাড়ার কেন্দ্রীয় বৌদ্ধ বিহার হলরুমে ‘নাইক্ষ্যংছড়ি আদিবাসী ছাত্র-জনতার’ আয়োজনে এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় উপস্থিত ও বক্তব্য রাখেন, সাবেক জাতীয় ফুটবল খেলোয়া উশৈই মং মার্মা ছুট্ট, উ অং থোয়াই চাক,দেনিয়েল ত্রিপুরা,বাথুই মার্মা,মং বাথোয়াই তংচাংগ্যা, পাং ম্রো প্রমূখ।

এসময় বক্তারা বলেন, সকল আদিবাসীরা উগ্র সাম্প্রদায়িক নয়। আপনারা তাই মনে করলে ভুল করবেন। আদিবাসীদের ইতিহাস রয়েছে। সেই ইতিহাস একটি চক্র সংবিধান থেকে একেবারে মুছে ফেলার জন্য চেষ্টা করছেন, সেই চেষ্টা করতে দেওয়া যাবে না।

NewsDetails_03

আদিবাসী ছাত্র-জনতা মনে করে আদিবাসী ছাত্র জনতার পূর্বনির্ধারিত কর্মসূচী বানচাল করে দেওয়ার জন্য ‘স্টুডেন্ট ফর সভারেন্টি ‘নামক সংগঠনটি পূর্ব পরিকল্পিত ভাবে হামলা করেছে। ওই হামলার সাথে জড়িত সকল সন্ত্রাসীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছে।

সভার শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী হাতে স্মারকলিপি প্রদান করেন আদিবাসী ছাত্র-জনতা।

স্মারকলিপির বিবৃতিতে বলা হয়, জুলাই অভ্যুত্থানের ‘আদিবাসী’ শব্দ সম্বলিত জনপ্রিয় একটি গ্রাফিতিতে ‘স্টুডেন্ট ফর সভারেন্টি’-এর প্রতিবাদের মুখে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) তাদের ওয়েবসাইটে অনলাইন ভার্সনে পরিবর্তন এনেছিল। এরই প্রতিবাদ এবং গ্রাফিতি পুনর্বহালের দাবিতে সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতা আজ পূর্বনির্ধারিত এনসিটিবি ভবন ঘেরাও কর্মসূচি পালন করছিল। মিছিলটি রাজু ভাস্কর্য পাদদেশ হয়ে মতিঝিলের এনসিটিবি ভবনের সামনে এসে পৌঁছলে ‘স্টুডেন্ট ফর সভারেন্টি’র সদস্যরা ওই শান্তিপূর্ণ কর্মসূচিতে অতর্কিতভাবে ন্যাক্কারজনক হামলা চালায়। এতে আদিবাসী নেতা অনন্ত বিকাশ ধামাই, আদিবাসী যুব ফোরামের সহ-সভাপতি টনি চিরান, পিসিপি নেতা রেং ইয়ং ম্রো, জুয়েল মারাক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক রুপাইয়া শ্রেষ্ঠা, বাগাছাসের ছাত্রনেতা ডন যেত্রা, সাধারণ ছাত্র ফুটন্ত চাকমাসহ মোট ১৭ জন আহত হন।

বিবৃতিতে আরও বলা হয়, আদিবাসী ছাত্র-জনতার পূর্বনির্ধারিত কর্মসূচি বানচাল করে দেওয়ার জন্য ‘স্টুডেন্ট ফর সভারেন্টি’ নামক সংগঠনটি পূর্বপরিকল্পিতভাবে হামলা করেছে। ওই হামলার সাথে জড়িত সকল সন্ত্রাসীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছে।

আরও পড়ুন