হিংসা বিদ্বেষ ভুলে নবী আদর্শে জীবন গঠন করতে হবে

13-12-2016_eid-e-miladunnobi-sm-pic-2ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মাটিরাঙ্গার তাইন্দং এ পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উদযাপিত হয়েছে। আহলে সুন্নাত ওয়াল জামাত তাইন্দং ইউনিটের উদ্যোগে মঙ্গলবার সকালে তাইন্দং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: হুমায়ুন কবীরের নেতৃত্বে র‌্যালী অনুষ্ঠিত হয়।

তাইন্দং ইউনিয়ন পরিষদ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক ঘুরে তাইন্দং মোহাম্মদীয়া আলীম মাদরাসা ময়দানে গিয়ে র‌্যালীটি শেষ হয়। পরে মাদরাসা ময়দানে মাওলানা মো: আবু বকর ছিদ্দিক এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাইন্দং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: হুমায়ুন কবীর।

ঈদে মিলাদুন্নবী (সা:) এর আলোচনা সভায় তাইন্দং মোহাম্মদীয়া আলীম মাদরাসার অধ্যক্ষ আনম আবদুল করিম, ঈদে মিলাদুন্নবী (স.) উদযাপন কমিটির সভাপতি মাওলানা মো: আবদুল মোনায়েম, সাধারন সম্পাদক মাওলানা ইমাম হোসেন পোদ্দার, মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা মো: নুরুল আমিন, বীর মুক্তিযোদ্ধা মো: আজগর আলী, সাবেক মেম্বার মো: তাজুল ইসলাম ও তাইন্দং ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মেম্বার মো: শাহীন সরকার প্রমুখ বক্তব্য রাখেন।

NewsDetails_03

আলোচনা সভায় বক্তারা বলেন, নবীপ্রেম ব্যাতিত পূর্ণ ঈমানদার হওয়া যায় না। পূর্ণ ইমানদার হওয়ার জন্য নবী করীম (স.) জীবনকে অনুসরণ করতে হবে, আর তাই আল্লাহ তায়ালা যুগে যুগে এমন মনীষী জমিনে প্রেরণ করেছেন যারা মুসলিম মিল্লাতের নবী প্রেমের মডেল হয়ে থাকে।

আগামীতে ঝাকজমকপূর্নভাবে ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপনের ঘোষনা দিয়ে তাইন্দং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: হুমায়ুন কবীর নবী আদর্শে আদর্শিত হয়ে হিংসা-বিদ্বেষ ভুলে জীবন গঠনের আহবান জানান।

ঈদে মিলাদুন্নবী (সা:) উপলক্ষ্যে আয়োজিত জসনে জুলুশ র‌্যালী ও আলোচনা সভায় আহলে সুন্নাত ওয়াল জামাত, তাইন্দং ইউনিটের নেতাকর্মী ছাড়াও আলে-ওলামাসহ বিভিন্ন মাদরাসার কয়েক‘শ শিক্ষার্থী স্বত:স্ফুর্তভাবে অংশ গ্রহণ করেন।

আরও পড়ুন