নাসিরনগরে হামলার প্রতিবাদে আলীকদমে হিন্দু সম্প্রদায়ের মানববন্ধনের একাংশ
উক্ত মানববন্ধনে অংশ নেয় শ্রীমৎ ভগবত গীতা সংঘ, সনাতনী যুব ঐক্য পরিষদ, গীতা শিক্ষা কেন্দ্র ও রাধা গোবিন্দা ভাগবত শিক্ষা কেন্দ্র, এছাড়াও কয়েকটি সংগঠন এতে অংশ নেয়।
মানববন্ধনে সুকুমার পালের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন ইউপি চেয়ারম্যান জামাল উদ্দিন, সৎ সংঘ কেন্দ্রের প্রতিষ্ঠাতা বন বিহারী দে, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক দুংড়ি মং মার্মা, সাবেক সাংগঠনিক সম্পাদক সমর রঞ্জন বড়ুয়া, সনাতনী যুব ঐক্য পরিষদের সি.সহ-সভাপতি তপন কান্তি দে ও ডা. সুজিত কান্তি দে প্রমুখ।
বক্তারা নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর, মন্দির ও প্রতিমা ভাংচুরের নিন্দা করেন। পাশাপাশি দোষীদের শনাক্ত ও বিচারের মুখোমুখি করার দাবী জানান।
1 মন্তব্য
Nice @confidence place of ….hill..so.dont worry about that……?