হোম কোয়ারেন্টাইনে না থাকায় রাঙ্গামা‌টিতে ২ জনকে জ‌রিমানা

NewsDetails_01

হোম কোয়ারেন্টাইনে না থাকায় রাঙামা‌টি পার্বত্য জেলায় দুই ব্যক্তিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ বৃহস্প‌তিবার (১৯মার্চ) দুপুরে রাঙ্গামাটি জেলার ডেপুটি কালেক্টর উত্তম কুমার দাশ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা আদায় করেন। ওই দুই প্রবাসী রাঙামা‌টি পৌরসভার বা‌সিন্দা।

NewsDetails_03

এন‌ডি‌সি উত্তম কুমার দাশ জানান,বিদেশ ফেরত ওই দুই ব্য‌ক্তির একজন হোম কোয়ারেন্টাইন না মেনে বাজারে মাছ বি‌ক্রি করছেন এবং অপরজন জনসম্মুখে চলাচল করছিলেন। পরে খবর পেয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ১ম জনকে ৫ হাজার ও অপরজনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সঙ্গে তাদেরকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

রাঙামাটি করোনা হটলাইন নাম্বার
01730324775,01824919849, 035163030

প্রসঙ্গত,এর আগে গত সোমবার (১৬মার্চ) সরকার সিদ্ধান্ত নেয় যে বিদেশ থেকে যারাই দেশে আসবে তাদেরকে অবশ্যই ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে, তা অমান্য করলে আইন অনুসারে জেল ও জরিমানা করা হবে।

আরও পড়ুন