হোম কোয়ারেন্টাইনে না থাকায় লামায় প্রবাসীকে ৫ হাজার টাকা জরিমানা

NewsDetails_01

বান্দরবানের লামায় সরকারি আদেশ অমান্য করায় এবং নির্দিষ্ট সময় হোম কোয়ারেন্টাইনে না থাকায় এক প্রবাসীকে জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার (১৯মার্চ) দুপুরে জেলার লামায় এক প্রবাসীকে (বিশেষ কারনে নাম ও ঠিকানা প্রকাশ করা হলোনা) মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ৫ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নূর-এ জান্নাত রুমি।

NewsDetails_03

এর আগে গত সোমবার সরকার সিদ্ধান্ত নেয় যে বিদেশ থেকে যারাই দেশে আসবে তাদেরকে অবশ্যই ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে, তা অমান্য করলে আইন অনুসারে জেল ও জরিমানা করা হবে।

প্রসঙ্গত, করোনা ভাইরাস (কোভিড-১৯) শরীরে সুপ্ত থাকলে তা যাতে সহজে চিহ্নিত করা যায় এবং এই ভাইরাস যাতে ছড়িয়ে না পড়ে সে কারণে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে দেশে ফেরা ব্যক্তিদের নিজ নিজ বাড়িতে কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছে সরকার। তবে সরকারি নির্দেশ অমান্য করে বিভিন্ন জনের ঘুরে বেড়ানোর অভিযোগও পাওয়া গেছে।

আরও পড়ুন