১০ জুন বান্দরবান জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন

NewsDetails_01

আগামী ১০জুন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ বান্দরবান জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে, আর সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে ব্যাঁপক আনন্দ উদ্দীপনা।

আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ বান্দরবান জেলা শাখার সভাপতি সাদেক হোসেন চৌধুরী জানান, ১০ জুন (শনিবার) সকাল ১০টায় বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, বান্দরবান পার্বত্য জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে আর সম্মেলনে এবার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের ৩বারের সফল সাংগঠনিক সম্পাদক,পার্বত্য চট্টগ্র্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

বান্দরবান জেলা সদরের অরুণ সারকী টাউন হল প্রাঙ্গণে সম্মেলনের শুভ উদ্বোধন করবেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু।

NewsDetails_03

সম্মেলনে সঞ্চালনায় থাকবেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক সিং থোয়াই মারমা। সম্মেলনে জেলা আওয়ামী লীগ, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং বান্দরবান জেলা আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতৃবর্গ উপস্থিত থাকার কথা রয়েছে। সম্মেলন আয়োজন সফল ও সার্থকভাবে সম্পন্ন করার জন্য সংগঠনের সাথে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা একান্তভাবে কামনা করেছেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ বান্দরবান জেলা শাখার সভাপতি সাদেক হোসেন চৌধুরী।

জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক সিং থোয়াই মারমা জানান, আগামী ১০ জুন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ বান্দরবান জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষ্যে সভাপতি পদে নির্বাচন করার জন্য ৫জন ও সাধারণ সম্পাদক পদে নির্বাচন করার জন্য ৩জন পদপ্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছেন। সভাপতি পদে প্রতীক বরাদ্ধ পেয়েছে মংওয়াইচিং মারমা (ল্যাপটপ মার্কা),কমলময় তঞ্চঙ্গ্যা (মোবাইল), অভিনাশ চন্দ্র দাশ রানা (স্যাটেলাইট মার্কা ), থেওয়াং ( হ্লাএমং ) মনিটর মার্কা , জহির উদ্দিন চৌধুরী বাবর (মেট্রো রেল মার্কা) আর সাধারণ সম্পাদক পদে ফারুক আহম্মেদ ফাহিম (দেওয়াল ঘড়ি মার্কা), মংবাহেন আকাশ (ছাতা মার্কা) এবং মো.নাজিম (ফুটবল মার্কা ) প্রতীক বরাদ্ধ পেয়েছেন।

জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক সিং থোয়াই মারমা আরো জানান,আমাদের সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে আশা করছি জমকালো আয়োজনে এবারের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন